চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোপা আমেরিকায় জেঁকে বসেছে করোনা উদ্বেগ

টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে দুদিন হল। করোনাভাইরাস পরিস্থিতি শঙ্কার জায়গা থেকে অতি-উদ্বেগজনক জায়গায় পৌঁছে যেতে শুরু করেছে কোপা আমেরিকায়। ইতিমধ্যে ৩১ জন খেলোয়াড়-স্টাফ ও হোটেল সংশ্লিষ্ট ১০ কর্মী পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা বলেছেন, হোটেল সংশ্লিষ্ট যে কর্মীরা পজিটিভ হয়েছেন, তারা সকলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রাসিলিয়ায় ব্রাজিল-ভেনেজুয়েলা খেলার সময়ে দায়িত্ব সামলেছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ব্রাজিল ম্যাচের একদিন আগে ভেনেজুয়েলার খেলোয়াড়-স্টাফসহ ১৪ জন, কলম্বিয়ার ২ স্টাফ, বলিভিয়ার ৩ খেলোয়াড়ের দেহে ভাইরাস শনাক্ত হয়।

অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়ায়, করোনা পরিস্থিতির কারণে আর্জেন্টিনা থেকে ২০২১ আসর সরিয়ে নিয়ে নির্ধারিত সূচির দুসপ্তাহের কম সময়ে আয়োজক হিসেবে ব্রাজিলকে বেছে নিয়েছে কনমেবল।

ব্রাজিলে নানামুখী চাপ-প্রতিবাদের পর উচ্চ আদালতের অনুমতি নিয়ে টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা শঙ্কা, ২৮ ম্যাচের মাত্র ৪টি মাঠে গড়ানো টুর্নামেন্টে সামনে আরও উদ্বেগ অপেক্ষা করছে বলেই আভাস মিলছে।