চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোটা: দ্রুত প্রজ্ঞাপন না হলে আবার আন্দোলন

প্রথম ও ‍দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে ইতিবাচকভাবে দেখছে আন্দোলনকারীরা। তবে দ্রুত এর বাস্তবায়ন চায় তারা। এ নিয়ে টালবাহানা করা হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন।
মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে এমন ঘোষণা দেন তিনি।
এর আগে তারা দীর্ঘ দুই ঘণ্টা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা প্রথার সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে হাসান আল মামুন বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব যে সুপারিশ করেছেন আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছি। পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ শ্রেণির চাকরিতে যে কোটা প্রথা রয়েছে তার যৌক্তিক এবং সহনীয় সংস্কার চাচ্ছি।’
তিনি বলেন, ‘কোটা না রাখার যে সুপারিশ করা হয়েছে তাতে আমাদের আপত্তি নেই। তবে সেটার বাস্তবায়ন করতে হবে। ছাত্র সমাজের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা করা হয়েছে প্রজ্ঞাপনের আগেই সেগুলো প্রত্যাহার করে নিতে হবে। ছাত্রদের জন্য নিরাপদ ক্যম্পাসের ব্যবস্থা করতে হবে।’
এ সময় কর্মসূচি পালন করতে যেয়ে তারা বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করে কোটা আন্দোলনের এ নেতা বলেন, আমরা আজকে ক্যাম্পাসে এসে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়েছি। আমরা এটা কখনও চাই না, আমরা সহাবস্থান চাই। আমরা চাই ক্যাম্পাসে প্রতিটি ছাত্রছাত্রী নিরাপদে চলাচল করুক।

আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, ‘আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির জন্য আন্দোলন করিনি। আমরা সকল শ্রেণির সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের জন্য আন্দোলন করেছি। কোটা সংস্কার করতে হলে আমাদের পাঁচ দফার আলোকে করতে হবে।’

এ সময় তিনি সরকারের প্রতি চূড়ান্ত প্রজ্ঞাপন দেয়ার সময় তাদের পাঁচ দফার আলোকে প্রজ্ঞাপন দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘ছাত্র সমাজকে আর হতাশ করবেন না, অতি দ্রুত প্রজ্ঞাপন দিন।’

ছাত্রলীগের আনন্দ মিছিল
৯ম থেকে ১৩ তম গ্রেডের ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানিয়ে সাধারণ শিক্ষার্থী ব্যানারে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।