চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কে এই হোসি কোনিও

গত বছরের ৮ আগস্ট জাপানি নাগরিক হোসি কোনিও ভারত হয়ে বুড়িমিারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। তারপর রংপুর শহরের মুন্সিপাড়া এলাকায় জাকারিয়া দারা নামের এক ব্যাক্তির বাসা ভাড়া করেন। রংপুরে নতুন ও উন্নত মানের আলুর বীজ চাষ ও ‘কোয়েল’ নামের একধরণের উন্নতমানের ঘাষ চাষ প্রচলনের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন এই জাপানি নাগরিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, এই প্রকল্পের কাজের জন্য এক স্থানীয় জমির মালিকের কাছ থেকে ১লক্ষ ১০ হাজার টাকায় ২ একর জমি লীজ নিয়েছিলেন কোনিও। ফার্মের ব্যবসায়িক পার্টনার হাবিবুর রহমানকে নিয়ে কাজ শুরু করেন কোনিও। তার লক্ষ্য ছিলো নতুন আলুর বীজ চাষ সফল হলে বাণিজ্যিকভাবে বাজারে এই পণ্য নিয়ে কাজ করবেন। কিন্তু তার আগেই শনিবার সকালে ভিনদেশের মাটিতে অজ্ঞাতনামা আততায়ীর হাতে নিহত হলেন এই বিদেশী নাগরিক।

১৯৪৯ সালের ৩১ মে জাপানে জন্মগ্রহণ করেন হোসি কোনিও। তার পাসপোর্ট নম্বর হলো: TK 1750552