চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কেমন হবে সাইফ-অনিক-মিশুদের বিপিএল?

সময় যত গড়াচ্ছে বিপিএলে মাঠের উত্তাপ ততই বাড়ছে। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামদের মতো বিদেশি সব তারকা এসে গেছেন রং ছড়াতে। টি-টুয়েন্টির মহোৎসবে অপেক্ষা কেবল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জন্য।

এবার বিপিএল খেলার সুযোগ পাচ্ছেন যুব দলের পাঁচ ক্রিকেটার সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, কাজী অনিক ও ইয়াসির আরাফাত মিশু। যুব এশিয়া কাপের সেমিফাইনাল খেলে শনিবার বিকেলে দেশে ফিরেছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। যুব দলের পাঁচ ক্রিকেটার বিপিএলের নিজ নিজ দলে যোগ দেবেন রোববার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ ও সহ-অধিনায়ক আফিফ খেলবেন খুলনা টাইটানসের হয়ে। পেস অলরাউন্ডার অনিক রাজশাহী কিংসে, চিটাগং ভাইকিংসে খেলবেন অফস্পিনার নাঈম ও পেসার মিশু।

বিপিএলের পঞ্চম আসর সিলেটে যখন গড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটেররা তখন নেপাল অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে  বিকেএসপিতে খেলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিপিএল ঢাকায় ফিরতেই যুব দল চলে যায় মালয়েশিয়ায় এশিয়া কাপে অংশ নিতে।

বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের মধ্যে বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে আফিফের। গত আসরে এ অলরাউন্ডার ধ্রবতারার মতো জ্বলেও ওঠেন প্রথম ম্যাচেই।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫ উইকেট নেন আফিফ। টি-টুয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এই ১৭ বছর ৭২ দিন বয়সী ক্রিকেটারের। আগের রেকর্ড ছিল পাকিস্তানের লাহোর লায়ন্সের বাঁহাতি পেসার জিয়া-উল-হকের। ১৭ বছর ১০৯ দিন বয়সে আগের রেকর্ডটি গড়েছিলেন তিনি।

টি-টুয়েন্টি অভিষেকে ৫ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার নেন ব্যাটিং দানব ক্রিস গেইলের উইকেটও। প্রথম বিপিএল খেলতে নেমে আফিফের কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন বাকি চার ক্রিকেটার।

জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসবে যুব বিশ্বকাপ। তার আগে ১ ডিসেম্বর বাকি ক্রিকেটারদের নিয়ে শুরু হবে ক্যাম্প। সাইফ-আফিফরা ক্যাম্পে যোগ দেবেন বিপিএল শেষ করে।