চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কেটেছেটে ‘বোহেমিয়ান রাপসোডি’ মুক্তি দিল চীন

বোহেমিয়ান রাপসোডি সিনেমাটি এবারের অস্কার আসরে সবচেয়ে বেশি, মোট চারটি ট্রফি জিতেছে। ২২ মার্চ থেকে চীনের থিয়েটারগুলোতে দেখানো হচ্ছে ছবিটি। তবে ফ্রেডি মার্কারির সব সমকামী দৃশ্য এবং সংলাপ বাদ দিয়ে মুক্তি দেয়া হয়েছে ছবিটি।

রামি মালেক (বোহেমিয়ান রাপসোডি)। ফ্রেডি মার্কারি ছিলেন একজন সমকামী, একজন অভিবাসী—যিনি মাতৃভূমি ছেড়ে অন্য দেশের মাটিতে বড় হয়ে কাঁপিয়েছিলেন বিশ্বসংগীতের মঞ্চ। চীনের রাষ্ট্রীয় নীতি হচ্ছে, ‘সমকামিতাকে প্রচার না করা, উৎসাহ না দেওয়া বা নিরুৎসাহিতও না করা।’ এই ব্যাপারে কঠিন আইন থাকায় ছবির অনেক দৃশ্য কেটে দেয়া হয়েছে সেন্সর থেকে।

সমকামিতার সঙ্গে সম্পর্কিত প্রতিটি সংলাপ বাদ দেয়া হয়েছে ছবিতে। এতে বাদ পড়েছে অনেক গুরুত্বপূর্ণ দৃশ্য। সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে, অনেক দৃশ্য এবং সংলাপ বাদ যাওয়ায় ছবির অনেক অংশ অর্থহীন হয়ে পড়েছে। ফলে ছবির অনেক কিছুই বোঝা যাচ্ছে না।