চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কৃষি ঋণ স্থগিত নয়, মওকুফে হাওরের কৃষকদের দাবি

কৃষি ঋণ স্থগিত নয়, মওকুফের দাবি জানিয়েছেন সুনামগঞ্জের কৃষক। পাশাপাশি আগামী বছর বোরো ফসল আবাদের জন্য সহজশর্তে ঋণ দেয়ারও দাবি জানিয়েছেন তারা। এদিকে নেত্রকাণায় বিভিন্ন হাওরের বোরো ধান নতুন করে তলিয়ে গেছে।

সুনামগঞ্জের হাওর অঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পাশাপাশি বর্গা কৃষকেরও একমাত্র ফসল বোরো চাষ করেই দিন চলে। কৃষি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক, এনজিও এবং মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে জেলার ১শ’ ৪২টি হাওরে প্রায় আড়াই লাখ হেক্টর জমিতে এ বছর তারা বোরো আবাদ করে। কৃষি ব্যাংক সূত্র জানিয়েছে, জেলায় মোট কৃষি ঋণ রয়েছে প্রায় ২৫ কোটি টাকা।

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর বাঁধ ভেঙে বোরো ফসল হারিয়ে নিঃস্ব হাওর অঞ্চলের কৃষক। নেত্রকোনায় এ পর্যন্ত প্রায় ৮০ হাজার হেক্টর জমির ধান ডুবে গেছে। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, ছয় উপজেলার হাওর অঞ্চল ছাড়াও বাকি ৪ উপজেলায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বোরো ফসল ডুবে গেছে।

প্রাথমিক পরিসংখ্যানে, এ অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক এক লাখ ৬৭ হাজার বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।