চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কৃষকদের রক্ষা করবে রাবার ড্যাম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মিছাখালি রাবার ড্যাম চালু হয়েছে। এতে আগামী মৌসুমে দুটি হাওরের সাত হাজার হেক্টর জমির বোরো ধান অকাল বন্যা থেকে রক্ষা পাবে বলে আশা করছেন এলাকাবাসী।

বিশ্বম্ভরপুর উপজেলার মিছাখালি এলাকায় দুশ’ ২০ মিটার দৈর্ঘ্য ও চার মিটার উচ্চতাসম্পন্ন মিছাখালি রাবার ড্যামের নির্মান কাজ শুরু হয় ২০১৫ সালের জানুয়ারী মাসে। চলতি বছরের জুন মাসে শেষ হয় কাজ। রাবার ড্যামটি চালু হওয়ায় এলাকার যোযোগাগেও এসেছে নতুন গতি।

কৃষক বলছেন, বোরো মৌসুমে ড্যামটি পাহাড়ি ঢলের অকাল বন্যা থেকে ফসল রক্ষা করবে। এর ফলে খরচা ও আঙ্গারুলী হাওরের ৩১ হাজার পাঁচশ’ মেট্রিক টন বোরো ধান রক্ষা পাবে। উপকৃত হবেন প্রায় ৫০ হাজার কৃষক।

মিছাখালি রাবার ড্যাম হাওরের কৃষি অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাবার ড্যামটি নির্মাণের ফলে এ এলাকার কৃষকরা খাদ্য উৎপাদনে আরো একধাপ এগিয়ে যাবে। প্রতি বছর অকাল বন্যায় হাওরের বোরো ফসল তলিয়ে যেতো। শূণ্য থাকতো কৃষকের গোলা। রাবার ড্যাম নির্মানের ফলে সেই শঙ্কা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।