চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ কলেজছাত্র হত্যায় মূল অভিযুক্ত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এনামুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে কলেজছাত্র সাগর সাহা হত্যা মামলার মূল অভিযুক্ত।

রোববার দিবাগত রাত ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিণানায়ণপুর বেড়ি বাঁধ এলাকায় একটি কলাবাগানের ভেতর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত এনামুল সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও দুটি হাসুয়া উদ্ধার করেছে।

পুলিশ জানায়, হরিণানারায়ণপুর বেড়িবাঁধ এলাকায় একদল অপহরণকারী অস্ত্রসহ অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে।”

“পরে অপহরণকারীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এনামুলককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”

পুলিশের দাবি, নিহত এনামুল শিবপুর এলাকার প্রদীপ সাহার পুত্র অপহৃত কলেজছাত্র সাগর সাহা হত্যা মামলার মূল আসামি।

১৬ আগস্ট বুধবার সন্ধ্যায় কলেজছাত্র সাগর সাহা অপহৃত হয়। এর তিনদিন পর ১৯ আগস্ট হরিণানায়ণপুর এলাকায় একটি বিদ্যালয়ের পরিত্যাক্ত বাথরুম থেকে অপহৃতের লাশ উদ্ধার করা হয়।