চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুলভূষণকে কূটনৈতিক সহায়তা দেবে পাকিস্তান

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ভারতের সাবেক নৌসেনা কুলভূষণ যাদবকে কূটনৈতিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।

আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশনা অনুসারে তাকে কূটনৈতিক সহায়তা দিচ্ছে পাকিস্তান। রোববার সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই টুইটে বলা হয়, ‘ভিয়েনা চুক্তি ও পাকিস্তানের আইন মেনে কুলভূষণ যাদবকে সোমবার কূটনৈতিক সহায়তা নিতে দেওয়া হবে।’

২০১৭ সালের এপ্রিলে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। তারপর এই প্রথমবার তাকে কূটনৈতিক সহায়তা দেওয়া হবে।

বেশ কয়েকবার অনুরোধের পর এ নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত। সেখানে তার মৃত্যুদণ্ড স্থগিতেরও আবেদন জানানো হয়।

ভারতের দাবি, অবসরপ্রাপ্ত নৌসেনা কুলভূষণ যাদবের ইরানে ব্যবসা রয়েছে। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়।

আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে নির্দেশ দিয়েছে, ‘চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত যেন, তার মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়।’

গত ১৭ জুলাই আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে নির্দেশ দেয়, কুলভূষণের মৃত্যুদণ্ড খতিয়ে দেখা এবং পুনর্বিবেচনা করতে হবে। কোন রকম বিলম্ব না করে কুলভূষণ যাদবকে ভারতের কূটনৈতিক সহায়তা দিতে হবে।

২০১৬ সালে র মার্চে ৪৯ বছর বয়সী কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে পাকিস্তান। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। তবে ভারত তা অস্বীকার করে।

তবে পাকিস্তান দাবি, ২০১৬ সালের ৩ মার্চ বেলুচিস্তান থেকে নিরাপত্তা বাহিনী কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে।