চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমিল্লা ছেড়ে রংপুরে ‘সৌভাগ্যে’র মাশরাফী

বিপিএলের পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মাশরাফীকে পেয়ে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক বলছেন তিনি ‘সৌভাগ্যের প্রতীক’।

বিপিএলের প্রথম দুই আসরের শিরোপা জয়ী ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক ছিলেন মাশরাফী। তৃতীয় আসরে মাঝারি মানের দল নিয়েও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা এনে দেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিপিএলের গত আসরেই কেবল সাফল্য পাননি। পঞ্চম হয়ে আসর শেষ করে কুমিল্লা। মালিকপক্ষের সঙ্গে তৈরি হয় দূরত্ব। সব বিতর্ক পেছনে ফেলে মাশরাফী ঠিকই ১২ ম্যাচে ১৩ উইকেট নেন।

মাশরাফী ছাড়া শ্রীলঙ্কান কুশল পেরেরার সঙ্গেও কথা পাকাপাকি করে ফেলেছে রংপুর। এছাড়া প্রোটিয়া পেসার ক্রিস মরিস এবং অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের সঙ্গেও কথা বলছে বলে নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে তারা।