চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমিল্লায় ব্যালট ছিনতাই ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ

যেকোনো পক্ষের ব্যালট বাকশো ছিনতাই ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগ-বিএনপি কারো পক্ষ নয়, আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ভোরের ভোট উৎসবের অপেক্ষায় কুমিল্লা নগরীর মানুষ। ২ লাখ ৭ হাজার ভোটারের নিরাপত্তার জন্য প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনীর ৫ হাজার সদস্য।

বুধবার সকালে পুলিশ লাইন মাঠে বিভিন্ন জেলা থেকে আসা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা প্রমাণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন রিটার্নিং কর্মকর্তা। কোনো ভুলের কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা বরদাশ্ত করা হবে না বলে পুলিশ জানিয়েছে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী, সাধারণ কাউন্সিলরসহ সংরক্ষিত পদে ১শ ৫৪জন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট: