চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমিল্লার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন: কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ঘটনায় কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি, শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিদ্ধান্ত থাকার পরও যেসব পূজামণ্ডপে এখন পর্যন্ত সিসিটিভি ক্যামেরা স্থাপিত হয় নাই, সেসকল পূজামণ্ডপকে দ্রুততম সময়ে সিসিটিভির আওতায় নিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।
এছাড়া, পুলিশের আইজি ড. বেনজির আহমেদের নামে ফেক একাউন্ট খুলে পূজা বন্ধের খবর প্রচার করছে একটি গ্রুপ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান আসাদুজ্জামান খান কামাল।
চাঁদপুরের হাজীগঞ্জে মন্দির ভাঙ্গচুরকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় কারও গাফলতি থাকলে তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।