চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কিমকে যুক্তরাষ্ট্র সফরের দাওয়াত দিতে প্রস্তুত ট্রাম্প

নর্থ কোরিয়ার নেতা কিম জং উনকে যুক্তরাষ্ট্র সফরের দাওয়াত দিবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১২ জুন সিঙ্গাপুরে দুই নেতার ঐতিহাসিক বৈঠকে সবকিছু ঠিক থাকলে এ প্রস্তাব দিতে পারেন বলে জানান তিনি। 

ট্রাম্প বলেন, এরপরে যেটা ঘটবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র ও তার মৈত্রী দেশগুলোর চাওয়া নর্থ কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্য অর্জন একটি বৈঠক নয় আরো অনেক লম্বা সময়ের বিষয়।

জাপানের প্রধানমন্ত্রী শিন জো অ্যাবেকে নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প।

আগামী সপ্তাহে দুই নেতার বৈঠকের বিষয়ে আলোচনা করতে জাপানি প্রধানমন্ত্রী শিন জো অ্যাবে যুক্তরাষ্ট্র সফর করছেন।

তাকে সঙ্গে নিয়ে করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আলোচনা ইতিবাচক হলে কিমকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানানো হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, কিম জং উন ব্যক্তিগতভাবে আমার কাছে পারমানবিক নিরস্ত্রীকরণের আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেটা যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।