চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘কিপ্টা’ আমির

এশিয়া কাপ টি২০ ক্রিকেটের ষষ্ঠ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ ওভার বল করে ১ মেডেনসহ ৬ রানে ২ উইকেট শিকার করেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।

ফলে টি-২০ ইতিহাসে পুরো ৪ ওভার বোলিং কোটা শেষ করার ক্ষেত্রে নিজের ক্যারিয়ারের সেরা ইকোনমি রেটের নজির গড়লেন তিনি।

সেই সাথে টি-২০ ইতিহাসে দ্বিতীয় সেরা ইকোনমি রেটের তালিকাতে নিজের নাম তুললেন আমির। অবশ্য দ্বিতীয় সেরার তালিকাতে আরও পাঁচজন বোলার রয়েছেন।

এরা হলেন- জিম্বাবুয়ের প্রসপার উৎসেয়া, ক্রিস মফু এবং রেমন্ড প্রাইস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ও ওয়েস্ট ইন্ডিজের সুলেমান বেন।

এই তালিকাতে সবার উপরে আছেন হংকং-এর আইজাজ খান। নেপালের বিপক্ষে কলম্বোতে ৪ ওভার বল করে ১ মেডেনসহ ৪ রানে ২ উইকেট নেন আইজাজ।