চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কারাতে রুপা আনলেন কামাল ও বর্না

কারাতে কুমি ইভেন্টের ৫৫ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন বাংলাদেশের মোস্তফা কামাল। মেয়েদের কারাতে কুমি ইভেন্টে ৪৫ কেজির কম ওজন শ্রেণিতে রুপা এনেছেন বর্না মৌঞ্জেরা। একইদিনে ছেলেদের ৮৪ কেজি কুমি ইভেন্টে মো. রমজান পেয়েছেন রুপার স্বাদ।

সাউথ এশিয়ান গেমসে সোমবার তায়কোয়ান্দোতে সোনা আর কারাতের একক ইভেন্টে জোড়া ব্রোঞ্জ আসার আনন্দের দিনে বাংলাদেশ কামাল, বর্না ও রমজানের হাত ধরে পেল আরো তিনটি পদক।

কাঠমান্ডুতে ১৩তম এসএ গেমসে এদিন তায়কোয়ান্দোতে এসেছে বাংলাদেশের প্রথম সোনার পদক। তায়কোয়ান্দোর ২৯ বা এর বেশি ওজনের ইভেন্ট পুমসে পদক এনেছেন দীপু চাকমা। লাল-সবুজদের তৃতীয় পদক এবং প্রথম সোনার পদক এনে দেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য দীপু।

সকালে এবারের আসরে বাংলাদেশকে প্রথম পদক দেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতে ইভেন্টে মেয়েদের এককে ব্রোঞ্জ এনেছেন তিনি। সাদদোবাদোর সুইমিংপুল কমপ্লেক্সে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন অন্তরা। তার কিছু পরেই ছেলেদের এককে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান।

আনন্দের দিনে হতাশা এসেছে ফুটবল দলের থেকে। ভুটান অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০তে হেরে এসএ গেমসের আসর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুর ভাগেই গোল হজম করে বাংলাদেশ। শেষপর্যন্ত সেটি শোধ দিতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়।