চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাতার সঙ্কট: দূতিয়ালি সফরে সৌদিতে এরদোগান

কাতার সঙ্কট সমাধানে আরব উপসাগরীয় অঞ্চলে দু’দিনের সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সফরের অংশ হিসেবে রোববার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি।

রোববারই এরদোগান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। তবে কোনো বৈঠক সম্পর্কেই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদিতে আলোচনার পর এরদোগান কুয়েতের উদ্দেশে রওনা করেন। কাতার ইস্যুতে কুয়েত প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সেখানে আলোচনা শেষে সোমবার তিনি কাতার সফর করবেন।

সফরে রওনা দেয়ার আগে ইস্তাম্বুল বিমানবন্দরে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই সঙ্কট টেনে লম্বা করার প্রতি কারোরই আর কোনো আগ্রহ নেই। তার অভিযোগ, ‘শত্রুরা’ উপসাগরীয় অঞ্চলে টানাপোড়েন ও উত্তেজনা বাড়ানোর সুযোগ খুঁজছে।

উদ্ভূত পরিস্থিতিতে কাতারের আচরণ ও ভূমিকার প্রশংসা করে এরদোগান বলেছেন, দেশটি সংলাপের মধ্য দিয়ে বারবার সমাধানে আসার চেষ্টা করেছে।