চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কাঠমান্ডু ট্র্যাজেডি: নিহত বাংলাদেশিদের মরদেহ দূতাবাসে

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ দূতাবাসে নেওয়া হয়েছে। সেখানে নিহতদের প্রথম জানাযা সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুর নাগাদ বিশেষ বিমানে মরদেহগুলো ঢাকায় পৌঁছাতে পারে। এরপর ঢাকায় আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাযা শেষে স্বজনদের কাছে নিহতদের হস্তাস্তর করার কথা রয়েছে।

বাকি ৩ জনের মরদেহ শনাক্ত করতে আরও ১০ থেকে ২৩ দিন লাগতে পারে বলে জানা গেছে।

গত ১২ মার্চ দুপুরে কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৫০ জনের মধ্যে বাংলাদেশি ২৬ জন।

এর আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ মহা-ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, সোমবার ইউএস-বাংলার নিজস্ব উড়োজাহাজে করে মরদেহগুলো দেশে আনা হবে। সোমবার দুপুর নাগাদ মরদেহগুলো ঢাকায় পৌঁছবে বলে আশা করছি।

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় জীবিত ১০ বাংলাদেশির মধ্যে ৫ জনকে ইতোমধ্যেই ঢাকায় আনা হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে।

আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন। তিনি জানান, আহতদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৪ সদস্যের মেডিকেল বোর্ড ।

গত সোমবার কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ৭১ যাত্রীর মধ্যে ৫০ জন নিহত হন। তাঁদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।