চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কাজলের ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

চলতি বছর সর্বশেষ ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিওর’ সিনেমার মাধ্যমে পর্দায় দেখা মিলেছিল বলিউড অভিনেত্রী কাজলের। আর এবার এই অভিনেত্রী হাজির হলেন ‘দেবী’ নামে আরেক স্বল্পদৈর্ঘ্য সিনেমার মাধ্যমে।

সম্প্রতি লার্জ ব্যারেল শর্ট ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে কাজলের ‘দেবী’ সিনেমাটি। সোশ্যাল মিডিয়াতেও দারুণ প্রশংসিত হয়েছে শর্টফিল্মটি। তবে বিপত্তি ঘটেছে অন্য জায়গায়। ছবিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে গল্প চুরির!

নয়দার এশিয়ান অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন-এর পড়ুয়া অভিষেক রাই অভিযোগ করেন, বাঙালি পরিচালক প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের শর্টফিল্ম ‘দেবী’র সঙ্গে মিল রয়েছে ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত ‘ফোর’ ছবিটির।

অভিষেক রাই অভিযোগ করেন, দুই বছর আগে ‘ফোর’ নামে একটি সাড়ে পাঁচ মিনিটের শর্টফিল্ম তৈরি করা হয়েছিল। সেখানে ভাওরিদেবী ধর্ষণকাণ্ড, নির্ভয়া কাণ্ড এবং আসিফা ধর্ষণ কাণ্ডের কথা উঠে আসে। ওই শর্টফিল্ম মুক্তির পরই লার্জ শর্ট ফিল্মস ইউটিউবে প্রকাশ করে ‘দেবী’। তবে বিষয়টি নিয়ে ‘দেবী’ টিমের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছবিটিতে কাজল ছাড়াও আরো অভিনয় করেছেন নেহা ধূপিয়া, শ্রুতি হাসান প্রমুখ।