চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কাঁধে চোট নিয়েই মোসাদ্দেকের সেঞ্চুরি

কাঁধে চোট নিয়েই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আট নম্বরে নেমে খেলেছেন ১০৭ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস। শুক্রবার ম্যাচের শেষদিনে ডানহাতি এ ব্যাটসম্যানের শতকে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ড্র করেছে সাউথ জোন।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান মোসাদ্দেক। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন ব্যথা নিয়েই। আট নম্বরে নেমে ১০ চার ও চার ছক্কায় সাজান তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটি। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার দুদিন পর ব্যাটেই জবাব দিলেন এ তরুণ।

প্রথম ইনিংসে ১৯১ রানে গুঁটিয়ে যায় সাউথ জোন। মোসাদ্দেক অপরাজিত থাকেন ২১ রানে।

জবাবে সেন্ট্রাল জোন তোলে ৩০২ রান। ১১১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেকের সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৪৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সাউথ।

পরে ৩৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রালরা ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলার পর ড্র হয়ে যায় ম্যাচটি।

আব্দুল মজিদ ৬০ রানে অপরাজিত থাকেন। ৪৩ রান করেন ওপেনার সাইফ হাসান।

প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া আব্দুর রাজ্জাক দ্বিতীয় ইনিংসে নেন তিন উইকেট। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাউথ জোনের এ বাঁহাতি স্পিনার।