চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাঁদলেন রানী

রানি মুখার্জির সাম্প্রতিক ছবি ‘হিচকি’ ১২ অক্টোবর থেকে চীনে প্রদর্শিত হচ্ছে। আর তাই চীনে গিয়েছেন তিনি। আজ গিয়েছিলেন শেনঝেং শহরে। সেখানে একটি থিয়েটারে গিয়ে কেঁদেছেন তিনি।

‘হিচকি’ ছবিটি খুব প্রশংসিত হচ্ছে চীনে। দর্শকরাও রানী খুব ভালোবেসে গ্রহণ করেছেন। রানী যখন শেনঝেং-এর মুভি থিয়েটার ঢুকছিলেন, তখন সবাই হাত তালি দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। এক বাক প্রতিবন্ধী দর্শকের কাছে ‘হিচকি’ ছবিটি এতটাই ভালো লেগেছে যে তিনি নিজের হাতে হিচকির পোস্টার এঁকেছেন এবং সেটা নিজের হাতে রানীকে উপহার দিয়েছেন। পোস্টারটি আঁকতে তার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে। ভক্তের এমন ভালোবাসা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

চীনের পাঁচটি শহর ভ্রমণ করার কথা রানী মুখার্জির। এই শহরগুলোতে তিনি মিডিয়া ও তরুণদের সাথে ছবিটির বিষয়ে নানা আলোচনায় অংশ নেবেন। শহরগুলো হচ্ছে বেইজিং, সাংহাই, গোয়াংজু, শেনঝেং এবং চেংদু।

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ছবিটি গত ২৩ মার্চ ভারতে মুক্তি পায়। মিড-ডে