চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কলা বাগানে সবজি চাষ করে লাভবান কৃষক

মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের বলাইচর এলাকায় কলা বাগানে মিষ্টি কুমড়া, মুলা, শশা, ঢেঁড়শসহ বিভিন্ন ফসল চাষ করেছেন কৃষক। কলা চাষের শুরুতে জমি তৈরি করা, চারা সংগ্রহসহ অনেক খরচ হতো কৃষকের। এখন কলার সাথে বিভিন্ন সাথি ফসল চাষ করায় অনেক বেশি লাভবান কৃষক।

কলার চারা রোপনের পর ক্ষেতে যে কোন ফসল চাষ করে অতিরিক্ত খরচ পুষিয়ে নিতে পারছেন কৃষক। মিশ্র ও সাথি ফসল চাষে কৃষক সহায়তা পাচ্ছেন কৃষি বিভাগের কাছ থেকে।

মাদারীপুর থেকে রাহাত হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদ এর রিপোর্টে দেখুন বিস্তারিত: