চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কলম্বিয়ায় নারীদের টয়লেটে বোমা বিস্ফোরণে নিহত ৩

কলম্বিয়ার রাজধানী বোগোটায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণে নিহত ৩ জনই নারী। এছাড়াও আরও ১১ জন আহত হয়েছে। বোগোটার মেয়র এনরিকে পেনালোসা জানিয়েছেন, নিহতদের একজন ফরাসি।

আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের ধারণা, মহিলাদের টয়লেটে লুকিয়ে রাখা একটি ছোট বোমা বিস্ফোরণ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শনিবার বিকেলে বোমা হামলাটি ঘটে। ওই সময় পুরো শপিং সেন্টার লোকে লোকারণ্য ছিল। রোববারের বাবা দিবস উপলক্ষে উপহার কেনার জন্য প্রচুর মানুষ ভীড় করেছিল সেন্ত্রো আন্দিনো নামের শপিং সেন্টারটিতে।

নিহতদের মধ্যে ২৩ বছর বয়সী ওই ফরাসি নারীকেই আগে সনাক্ত করা হয়। তিনি। শহরের দক্ষিণে অবস্থিত একটি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন। বাকি দু’জনের বয়স ২৭ এবং ৩১ বলে জানা গেলেও তাদের পরিচয় বা জাতীয়তা সনাক্ত করা যায়নি এখনো।

হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। যদিও কেউ কেউ কলম্বিয়ার বিদ্রোহী দল ইএলএন’কে হামলার জন্য দায়ী করছে। সংগঠনটি অবশ্য তাদের টুইটার অ্যাকাউন্টে হামলার নিন্দা জানিয়ে হতাহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। আর বলেছে, যারা ইএলএন’কে হামলাটির জন্য দায়ী করছে তারা আসলে এর মধ্য দিয়ে সরকারের সঙ্গে তাদের শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতে চাইছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে বোগোটায় এই ইএলএনের চালো এক বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছিলল তাদের ২৪ জনই ছিল পুলিশ সদস্য। এরপর থেকেই কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিদ্রোহী গ্রুপটিকে কড়া নজরদারিতে রাখছিল পুলিশ।