চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কলকাতা উৎসবের সেরা ছবি: কোন পুরস্কারের অর্থমূল্য কত?

করোনাকালের নানা বাধা-বিপত্তির মাঝেও অনুষ্ঠিত হলো আট দিনব্যাপী ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পুরস্কার জয়ীরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়েছেন উৎসবে। রবীন্দ্র সদনের একতারা মঞ্চে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের।

৮১ টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম, ৫০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র দেখানো হয়েছে এ বছর। সব মিলিয়ে প্রায় ৪৫ টি দেশের সিনেমাও ছিল উৎসবে। ৮ টি প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে ছবিগুলি।

এক নজরে দেখে নিন কারা জিতে নিয়েছেন ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং কোন পুরস্কারের অর্থমূল্য কত।

সেরা সিনেমা: বান্দের ব্যান্ড (৫১ লাখ রুপি)
সেরা নির্মাতা: আরতিকপাই সুইউনদুকোভ (২১ লাখ রুপি)
বিশেষ জুরি পুরস্কার: ব্লাইন্ড ফোল্ড
সেরা ছবি (ভারতীয়): ফলস আই (৭ লাখ রুপি)
সেরা নির্মাতা (ভারতীয় ভাষা): বিশ্বজিৎ ভোরা (৫ লাখ রুপি)
সেরা ছবি (এশিয়ান): নোনা জলের কাব্য
সেরা শর্ট ফিল্ম (ভারতীয়): ডাস্ক (৫ লাখ রুপি)
সেরা ডকুমেন্টারি (ভারতীয়): হাইওয়েজ অব লাইফ (৩ লাখ রুপি)

৮ জানুয়ারি বিকেল ৪টায় পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নের সভাঘরে ভার্চ্যুয়ালি কলকাতার এই উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেছিলেন বলিউড তারকা শাহরুখ খান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।