চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: রাশিয়ায় অনির্দিষ্টকালের জন্য ভোট স্থগিত

রাশিয়ায় আগামী ২২ এপ্রিল নির্বাচনের কথা থাকলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সেখানে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন: ২২ এপ্রিল ভোট হওয়ার কথা থাকলেও মানুষের স্বাস্থ্যগত সুরক্ষা, নাগরিক নিরাপত্তা ও মানবাধিকারের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবিসি জানায়, বুধবার করোনা আক্রান্তদের হাসপাতালে দেখতে যাওয়ার সময় বিশেষ নিরাপত্তা পোষাক পরিহিত অবস্থায় দেখা যায় তাকে।

বিশ্ব এখন করোনাভাইরাসের মহামারীতে ব্যাপক আক্রান্ত হলেও ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে রাশিয়া। রাশিয়া এখনও এই ভাইরাসকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

রাশিয়ার সাড়ে ১৪ কোটি জনসংখ্যার দেশে নতুন ১৬৩ জনসহ বর্তমানে ৬৫৮ জন করোনায় আক্রান্ত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি এখনও।

পুতিন বলেন: মহামারী এই ভাইরাসের সংক্রমণ না এড়াতে পারলে আমাদের অর্থনীতেতে ব্যাপক ধ্বস নামতে পারে।

তবে করোনাভাইরাসের কারণে যাদের চাকরি ইতোমধ্যে চলে গেছে তাদেরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন: জনকল্যাণ ও মানবাধিকার রক্ষায় তাদেরকে সহযোগিতা করা হবে।