চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: এডিবি’র ৫০ হাজার ৫শ’ কোটি টাকার তহবিল

করোনা ভাইরাস প্রতিরোধে উন্নয়ন সহযোগী দেশগুলোর জন্য ৫০ হাজার কোটি টাকারও বেশি (৬.৫ বিলিয়ন ডলার) একটি বিশেষ তহবিল ছাড় করেছে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে: এটি প্রাথমিক তহবিল, প্রয়োজন হলে আরও অর্থ সরবরাহ করা হবে।

বুধবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থ ছাড়ের এ তথ্য জানানো হয়।

বিশ্বজুড়ে করোনার উদ্ভুত পরিস্থিতিতে অর্থ তহবিল ছাড়ের এ বিষয়টি জানিয়ে এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাগু আসাকাওয়া জানিয়েছেন: বৈশ্বিক মহামারি করোনা এখন সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এটি মোকাবেলায় প্রয়োজন জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক জোরদার পদক্ষেপ।

‘পাশাপাশি সামনে দিনগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে যদি আরও বেশি অর্থের প্রয়োজন হয় তাহলে এডিবি সেটি করবে’, বলেন আসাকাওয়া।

এর আগে বিশ্বব্যাংক করোনা ভাইরাস মোকাবেলায় ১ হাজার ২০০ কোটি ডলারের বৈশ্বিক সহায়তা প্যাকেজের ঘোষণা দেয়। যার মধ্যে উপযুক্ত প্রকল্প গ্রহণ সাপেক্ষে ১০ কোটি ডলার পাবে বাংলাদেশ।