চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: নর্থ কোরিয়া ছেড়েছেন বিদেশি কূটনীতিকরা

করোনা ভাইরাস আতঙ্কে থাকা কমপক্ষে ৬০ জন বিদেশি কূটনীতিক ও দূতাবাসের কর্মচারী নর্থ কোরিয়া ছেড়ে গেছেন।

বিবিসি বলছে: সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এয়ার কোরিয়ার একটি ফ্লাইট পিয়ংইয়ং ছেড়ে যায়। বিমানটি দক্ষিণ পূর্ব রাশিয়ার শহর ভ্লাদিভোস্তকে স্থানীয় সময় ১০টা ৪৭ মিনিটে অবতরণ করে, যেখানে প্রায় ৬০ জন বিদেশি কূটনীতিক ছিলেন। তারা প্রায় সপ্তাহব্যাপী নর্থ কোরিয়ার রাজধানীতে পৃথক ছিলেন।

নর্থ কোরিয়ায় করোনা আক্রান্ত হওয়ার প্রমাণ না মিললেও দেশটি সতর্ক অবস্থানে আছে। করোনায় আক্রান্ত চীন ও সাউথ কোরিয়ার সঙ্গে নর্থ কোরিয়ার সীমান্ত রয়েছে।

করোনা ঠেকানোর লক্ষ্যে নর্থ কোরিয়া শতাধিক বিদেশিকে রাজধানীতে আলাদা করে রেখেছিল। এর আগে কমপক্ষে ৩৮০ বিদেশিকে (যাদের বেশিরভাগই কূনীতিক ও দূতাবাসের কর্মী ছিলেন) মাসব্যাপী পৃথক করে রাখা হয়। যাদের সঙ্গে স্থানীয়দের মেলামেশা, যোগাযোগ, রেস্টুরেন্টে যাতায়াত ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে গত সপ্তাহে সেই নিষেধাজ্ঞা সরিয়ে নেয়া হয়েছে।

বিশ্বে ১ লাখ ৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৩ হাজার ৬শ’র বেশি মানুষ।