চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা ঠেকাতে বিবেক মূর্তিতে বাইডেনের আস্থা

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোভিড-১৯ মোকাবিলায় গঠিত টাস্ক ফোর্স প্রধান হিসেবে দায়িত্ব দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিবেক মূর্তিকে।

বারাক ওবামা প্রশাসনে সার্জেন জেনারেল হিসেবে কাজ করেছিলেন বিবেক।

হিন্দুস্তান টাইমস সহ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, নতুন মার্কিন প্রেসিডেন্টের কোভিড টাস্ক ফোর্সের কো-চেয়ারম্যান হতে পারেন ৪৩ বছরের চিকিৎসক বিবেক।

তার পাশাপাশি ওই পদে নিয়োগ করা হতে পারে আমেরিকার সাবেক ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার’ ডেভিড কেসলারকে।

শনিবার রাতে ডেলাওয়ারের উইলমিংটনে ‘ভিকট্রি স্পিচ’-এ প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছিলেন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার দিশানির্দেশ স্থির করতে তিনি কয়েকজন উপদেষ্টা নিয়োগ করবেন।

বিবেক মূর্তি দীর্ঘদিন ধরে আমেরিকায় এইডস সচেতনতা প্রচারের কাজ করছেন। ২০১৪ সালে ওবামা যখন আমেরিকার ১৯তম সার্জেন জেনারেল হিসেবে তার নাম প্রস্তাব করেছিলেন, রিপাবলিকান সেনেটরদের একাংশ তীব্র বিরোধিতা করেন। শেষ পর্যন্ত আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষে ভোটাভুটিতে ৫১-৪৩ ফলাফলে ওবামার প্রস্তাব পাশ হয়েছিল।

তবে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে ২০১৭ সালে বিবেককে সরিয়ে দেন।