চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনায় মোদির বাংলাদেশ সফর বাতিল

শেষ মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী সপ্তাহে ঢাকা সফরে আসার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবে তা বাতিল করা হয়।

সোমবার দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার বিকেলে প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার তথ্য প্রকাশ করা হয়।

পরে রাতেই রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জরুরি সংবাদ সম্মেলন করে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসের কথা জানান।

তিনি বলেন, ক্ষুদ্র পরিসরে মুজিববর্ষ উদযাপিত হবে। জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো আপাতত পিছিয়ে দেয়া হয়েছে। হবে না প্যারেড স্কয়ারের ১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠানও। ওই অনুষ্ঠানেই থাকার কথা ছিল নরেন্দ্র মোদির।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হওয়ারও কথা ছিল। কিন্তু করোনার ব্যাপক বিস্তার আর বাংলাদেশে প্রথমবার শনাক্ত হওয়ায় তা বাতিল হয়।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। তবে আক্রান্ত ৬২ হাজার ২৭৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।