চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনায় ইটালিতে একদিনে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়ালো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইটালিতে একদিনে মৃত্যুর সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটিতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১৯ জনের। সেখানে মোট মৃতের সংখ্যা ৯,১৩৪ জন।

ইটালির পরে ইউরোপে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ স্পেন। স্পেনে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কিন্তু সেখানে নতুন আক্রান্তের সংখ্যায় কিছুটা স্থিতি রয়েছে।

স্পেনে কোভিড-১৯ এ নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৬৪,০৫৯।গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৭৬৯ জন। আর মোট মৃতের সংখ্যা ৪,৮৫৮ জন। চিকিৎসাকেন্দ্রগুলোতেই আক্রান্তের সংখ্যা বেশি। স্পেনে ১২ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জনগণের চলাচলও সীমিত করা হয়েছে। দোকান ও ব্যবসাবাণিজ্যের বেশিরভাগই বন্ধ আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, করোনা পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি জীবন বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট আক্রান্ত ৫৯৭,১৮৫ জন। আর প্রাণ হারিয়েছে ২৭,৩৫৯ জন।