চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনার টিকাদান কেন্দ্রগুলোকে বুথ ও উপকেন্দ্র বাড়ানোর নিদের্শনা

সারাদেশের করোনা টিকাদান কেন্দ্রগুলোকে বুথ এবং উপকেন্দ্র বাড়ানোর নিদের্শনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভ্যাকসিন পেলেই গ্রাম পর্যায় পর্যন্ত সেবা বাড়ানো হবে।

হাসপাতালগুলোর সেবার মান ও কার্যক্রম দেখতে আগারগাঁওয়ে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।

রোগী ব্যবস্থাপনা, যন্ত্রপাতির ব্যবহার ও খাবারের মানসহ বিভিন্ন বিষয় দেখেন তারা। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের সাথে কথা বলেন।

জাতীয় ভ্যাকসিন ডেপ্লয়েমেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, ভ্যাকসিন প্রত্যাশীদের সুবিধার জন্য সেবার পরিসর বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীতে অনুমোদিত কেন্দ্রের বাইরে করোনার ভ্যাকসিন পাওয়ার অভিযোগ নিয়েও কথা বলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা প্রায় ১৫ লাখ মানুষের মধ্যে ২-৩ লাখ ছাড়া সবাই এরই মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন।