চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনার খাওয়ার ওষুধ ‘মোলনুপিরাভি’র বাজারজাত করার অনুমোদন পেয়েছে ইনসেপ্টা

করোনা ভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধ ‘মোলনুপিরাভির’ জরুরি বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। একই দিন আরও কয়েকটি প্রতিষ্ঠান মোলনুপিরাভির বাজারজাত করার অনুমোদন পেয়েছে। মার্কিন ওষুধ কোম্পানি মার্ক, শার্প অ্যান্ড ডোহম- এমএসডি এবং রিজব্যাক বায়োথেরাপটিকসের মোলনুপিরাভির করোনা চিকিৎসায় প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেট, যা ইনজেকশনের মাধ্যমে পুশ না করে ওষুধ হিসেবে খাওয়া যাবে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ট্যাবলেটটিকে করোনাভাইরাসের চিকিৎসায় যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছেন।