চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনার কাছে হেরে গেলেন কিশোর মুক্তিযোদ্ধা সোহেল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী আহসান হোসেন সোহেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি  ঢাকা উত্তর মুক্তিবাহিনীর অন্যতম কনিষ্ঠযোদ্ধা ছিলেন।

বুধবার বিকাল ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল।

তার ছেলে নাজিফ আলী বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: বুধবার বাদ মাগরিব রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরাস্থানে তাকে দাফন করা হয়।

একাত্তরের গেরিলা যোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু চ্যানেল আই অনলাইনকে বলেন, সোহেল ঢাকা উত্তর মুক্তিবাহিনীর অন্যতম কনিষ্ঠযোদ্ধা ছিলেন। তিনি শিল্পী সাহাবুদ্দিনের প্লাটুনের যোদ্ধা ছিলেন। মাত্র সাড়ে ১৪ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।

স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, সোহেল আমাদের সঙ্গে সেপ্টেম্বরে ঢাকা অপারেশনে অংশ নেন। ঢাকায় বিভিন্ন সময়ে নদী দিয়ে অস্ত্র পারাপার ছাড়াও বিভিন্ন অপারেশনে সরাসরি অংশগ্রহণ করেন। খুব সাহসী, করিতকর্মা মুক্তিযোদ্ধা ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।