চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনার উৎস সন্ধানের তদন্তে চীনের অসম্মতি

করোনাভাইরাসের উৎস তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরবর্তী পদক্ষেপ মানতে অস্বীকৃতি জানিয়েছে চীন।

দেশটির যে এলাকায় প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয় তার আশেপাশের ল্যাবরেটরিগুলোতে আবারও পরীক্ষা করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চীনের উপ-স্বাস্থ্যমন্ত্রী জেং ইক্সিন বলেন, ‘এটি সাধারণজ্ঞানের প্রতি অসম্মান এবং বিজ্ঞানের প্রতি ঔদ্ধত্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের মতে, চীনের কোনো ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়া অসম্ভব। কিন্তু তারপরও সেই তত্ত্বটি এখনও টিকে আছে।

এর আগে চীনের নানান অজুহাতের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা উহান সফর করে। ওই শহরেই ২০১৯ সালের ডিসেম্বরে সর্বপ্রথম  করোনাভাইরাস শনাক্ত হয়।

চলতি মাসের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস তদন্তের পরবর্তী ধাপ সম্পর্কে বলেন। তার মধ্যে কয়েকটি বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান খোঁজাও অন্তর্ভুক্ত ছিল।

তিনি চীনকে প্রাদুর্ভাবের প্রাথমিক অবস্থার বিষয়ে আরও সহযোগিতার মনোভাব দেখানোর আহ্বান জানিয়েছেন।

বেইজিংকে তদন্তকারীদের সাথে ‘স্বচ্ছ হতে, উন্মুক্ত ও সহযোগিতা করার’ অনুরোধ জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

তিনি বলেন, ‘প্রথম তদন্তের সময় দেওয়া হয়নি, এমন সব রোগীদের তথ্য সরবরাহেগর প্রয়োজন।’

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের উপ-স্বাস্থ্যমন্ত্রী জেং বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবনায় তিনি খুবই হতবাক। কারণ তাতে চীনের পরীক্ষাগার প্রোটোকলগুলির লঙ্ঘনের উপর দৃষ্টি দেওয়া হচ্ছে।’

‘‘এই শর্ত গ্রহণ করা চীনের জন্য অসম্ভব। চীন তাদের নিজস্ব উৎস সন্ধান সুপারিশ জমা দিয়েছে।’’

তিনি যোগ করেন, ‘আমরা আশা করি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীন বিশেষজ্ঞদের দেওয়া বিবেচনা এবং পরামর্শগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করবে। একই সঙ্গে করোনাভাইরাসের উদ্ভাবনকে সত্যিকার অর্থে বৈজ্ঞানিক বিষয় হিসাবে বিবেচনা করে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে চীনকে মুক্তি দেবে।’