চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: ৪০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন প্রস্তুত রেখেছে সিরাম

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৪০ মিলিয়ন ডোজ প্রস্তুত করেছে বিশ্বের সব থেকে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া। 

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল এখন চলছে। ডিসেম্বরের মধ্যেই ট্রায়ালের ফলাফল হাতে চলে আসবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি। ফলাফল অনুকূলে আসলে ২০২১ সালের শুরুতেই জনসাধারণের জন্য বাজারে আনা হবে ভ্যাকসিনটি।

সিরাম জানিয়েছে, তারা ভারতের ১৬০০ তালিকাভুক্ত ব্যক্তির ওপর ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল চালাবে।

অক্সফোর্ডের ভ্যাকসিন টাস্কফোর্স প্রধান কেট বিংহ্যাম জানিয়েছেন: ভ্যাকসিন ট্রায়ালের চূড়ান্ত ফলাফল আমাদের হাতে এসে পৌঁছাতে আর কয়েক সপ্তাহ বাকি। আমরা যে সময় নির্ধারণ করেছিলাম সে সময়ের মধ্যেই এটি সম্ভব হবে। সে সময়ের মধ্যে না হলে আগামী বছরের শুরু পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।