চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে উপচে পড়া ভিড়

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও মুুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

ফেরী ও ট্রলারে করে বুধবার সকালে হাজারও যাত্রী পদ্মা পাড়ি দিয়ে আসতে শুরু করেছে শিমুলিয়া ঘাটে। ট্রলারযোগে আসা ওই যাত্রীদের নামানো হচ্ছে শিমুলিয়ার পদ্মার চরে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান: সকাল ১০টার দিকে রো-রো ফেরী শাহ পরান ও ডাম্প ফেরী রামশিং কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়াঘাটে এসে নোঙ্গর করে। ফেরী দু’টিতে প্রায় পাঁচ সহস্রাধিক যাত্রী ছিল। আর এদের অধিকাংশই ঢাকামুখী গার্মেটস কর্মী।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহা ব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম জানান: অনেকক্ষণ পরপর ফেরী আসছে। যানবাহন তেমন নেই। তবে বহু যাত্রী ছুটে আসছেন। এদের বেশিরভাগ গার্মেটস কর্মী। ফেরীর চেয়ে ট্রলারে করে বেশি শ্রমিক ছুটে আসছেন। শ্রমিক বোঝাই করে ট্রলারগুলো ঘাটের বাইরে পদ্মার চরে নোঙর করছে।

তবে বেলা বাড়ার সাথে সাথে আরো অনেক গার্মেন্টস কর্মীরা ঢাকার উদ্দেশে পদ্মা পাড়ি দিতে পারে বলে জানিয়েছেন তিনি।