চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: ভারতে একদিনে শনাক্ত ৭৬ হাজার

যুক্তরাষ্ট্র-ব্রাজিলকে ছাড়িয়ে করোনাভাইরাসের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ভারত। দেশটিতে প্রতিদিনই সংক্রমণের রেকর্ড ভেঙে যাচ্ছে।

ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৭৬ হাজার মানুষের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। আগেরদিনও ৭৫ হাজার শনাক্ত হয়েছে ভারতে। একদিনে এটি বিশ্বের সর্বোচ্চ এবং ভারতের জন্যও রেকর্ড।

গত একদিনে যুক্তরাষ্ট্র ও ভারতে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৪৫ হাজার ৭৮৫ জন, ৪২ হাজার ৪৮৯ জন।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪ জনের, ভারতে ১ হাজার ৬৫ জন ও ব্রাজিলে ৯৭০ জন।

গতকাল বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ২ লাখ ৬২ হাজার ৮৩২ জন, মারা গেছে ৫ হাজার ৮৬৪জন।

শুক্রবার পর্যন্ত বিশ্বে ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ কোটি ৪৬ হাজার ৩৭৬। মোট মারা গেছে ৮ লাখ ৩৪ হাজার ৭৭৬ জন

এর মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আক্রান্ত ৬০ লাখ ৪৬ হাজার ১৩৩ জন, মারা গেছে
১ লাখ ৮৪ হাজার ৭৮১ জন, ব্রাজিলে ৩৭ লাখ ৬৪ হাজার ৪৯৩ জন, মারা গেছে ১ লাখ ১৮ হাজার ৭২৬ জন, ভারতে আক্রান্ত ৩৩ লাখ ৮৪ হাজার ৫৭৫ জন, মারা গেছে ৬১ হাজার ৬৯৪ জন৷

বিশ্বে মোট সুস্থ হয়েছে ১ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৫৩৭ মানুষ।