চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত্যু ৮ লাখ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬২ জনের মৃত্যুর মধ্যদিয়ে বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন ৮ লাখ ৩ হাজার ২৪৫ জন। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৯ হাজার ২০০ জন, ব্রাজিলে ১ লাখ ১৩ হাজার ৪৫৪ জন, ভারতে ৫৫ হাজার ৯২৮ জন, মেক্সিকোতে ৫৯ হাজার ১০৬ জন, যুক্তরাজ্যে ৪১ হাজার ৪০৫, ইটালিতে ৩৫ হাজার ৪২৭, ফ্রান্সে ৩০ হাজার ৫০৩, স্পেনে ২৮ হাজার ৮৩৮জন, ইরানে ২০ হাজার ৩৭৬ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ কোটি ৩১ লাখ ২৫ হাজার ২৩৬ জন।

গত একদিনে বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৮ হাজার ২৫২ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৬২ জনের।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৪৫৫ জন, মারা গেছে ১ হাজার ১৭০ জন, ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৩৯১ জন, মারা গেছে ১ হাজার ৩১ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৩৮৬ জন।

আগামী দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারি থেকে মুক্তি মিলবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস।  শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্রিফিংয়ে তিনি বলেন, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারি শেষ হতে দুই বছর সময় লেগেছিল।তবে, বর্তমান সময়ের উন্নত প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতির কারণে করোনাভাইরাসজনিত মহামারি ঠেকাতে ‘তুলনামূলক কম সময়’ লাগতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।