চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: বিশ্বব্যাপী একদিনে শনাক্ত প্রায় ২ লাখ, মৃত্যু ৫ হাজার

করোনাভাইরাস এ একদিনেই সারাবিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন প্রায় ২ লাখ মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯০১ জন, যা এ পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৮৪৭ জন।

২৪ ঘণ্টায় এই ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে, ১০৫৭ জন। তবে আক্রান্তের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, ৫১ হাজার ৯৭ জন। ব্রাজিলে একদিনে আক্রান্ত ৪৫ হাজার। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ হারিয়েছেন ৬৭৬ জন।

অন্যদিকে ল্যাটিন আমেরিকার আরেকটি দেশ মেক্সিকোতে দিন দিন করোনায় মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৪৮, পেরুতে ১৮৬, চিলিতে ৬৫ জন এবং ইরানে ১৪১, কলম্বিয়া ১৩৬, রাশিয়ায় ২১৬, ইরাকে ১০৭ জনের প্রাণহানি ঘটেছে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সেখানে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৩৮ জন, আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে ১ কোটি ৮ লাখ ২ হাজার ৮৪৯ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর প্রাণ হারিয়েছেন ৫ লাখ ১৯ হাজারেরও বেশি মানুষ। সুস্থ হয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ।