চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস: বাবা-মা আক্রান্ত হলেও নবজাতক সুস্থ

ভারতে লকডাউনের মধ্যেই করোনা আক্রান্ত এক পরিবারে আসলো সুখবর। সম্পূর্ণ সুস্থ এক নবজাতকের জন্ম হলো দিল্লির এক চিকিৎসক পরিবারে।

শিশুটির মা ও বাবা দুজনের শরীরেই কোভিড-১৯ পজিটিভ ধরা পডেছে। এর আগে গর্ভবতী অবস্থায় যখন করোনা আক্রান্ত ওই মহিলাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তখন টেনশনে ছিলেন সেখানকার চিকিৎসকরাও। কিন্তু অলৌকিকভাবেই করোনা পজিটিভ বাবা-মায়ের সদ্য জন্মানো সন্তান হলো করোনা-নেগেটিভ হয়ে। এতে সেখানে যেন শীতল হাওয়া বয়ে গেলো সবার মাঝে।।

শুক্রবার গভীর রাতে সম্পূর্ণ সুস্থ ওই শিশুর জন্ম হয় বলে জানায় এনডিটিভি।

ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে, বাদ যাচ্ছেন না চিকিৎসকরাও। এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে শিশুটির জন্ম হয়েছে তার বাবা-মা দু’জনেই পেশায় চিকিৎসক। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে করতে তাদের দেহেও কখন যেন অজান্তেই বাসা বেঁধেছিল করোনাভাইরাস।

৯ মাসের গর্ভবতী ছিলেন মহিলা চিকিৎসক। ফলে বাবা-মা দু’জনের শরীরেই করোনা পজিটিভ ধরা পড়ায় চিন্তায় ছিলেন অন্য চিকিৎসকরাও।

আশঙ্কা ছিল, হয়তো করোনার জীবাণু শরীরে নিয়েই জন্ম হবে শিশুটির। কিন্তু স্বস্তির কথা এই যে, সবার সব ভয়কে মিথ্যে প্রমাণ করে একেবারে সুস্থ অবস্থায় জন্মেছে ওই শিশু।