চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস: বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন ১৬০ জন

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ১৬০ জন ভারতীয়কে সোমবার বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে নেবে ভারত।

জানা গেছে, ঢাকা থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে ওই সব ভারতীয়দের। পরে ওই বিশেষ বিমানের যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে।

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, আগত যাত্রীদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদারকি করছে বিদেশ মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন দফতর।  ১৬০ জনের কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দিষ্ট হোটেলের তালিকা রাজ্য সরকার আগেই দিয়ে দিয়েছে।

তিনি বলেন, আশা করি আগত যাত্রীদের এই ব্যবস্থাপনায় কোনও সমস্যার মুখে পড়তে হবে না। বিদেশ থেকে বিমানের মাধ্যমে আরও ভারতীয়দের ফেরানো হবে।

বিমানবন্দর থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে ট্যাক্সির ব্যবস্থাও করেছে দেশটির সরকার।