চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস: তামিলনাড়ুর সাথে অন্ধ্র প্রদেশের সীমানা দেয়াল

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সীমান্ত দেয়াল তুলছে তামিলনাড়ু।

যদিও করোনার সংক্রমণ ঠেকাতে এক রাজ্য থেকে যাতে কেউ অন্য রাজ্যে ঢুকতে বা বেরোতে না পারেন, সে ব্যাপারে সোচ্চার সবাই৷ শুধুমাত্র জরুরি সেবার জন্য সীমান্ত দিয়ে যানবাহন যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে৷

অন্ধ্রের চিত্তর জেলা এবং তামিলনাড়ুর ভেলোর জেলা সীমান্তবর্তী চিত্তর জেলা প্রশাসনকে কিছু না জানিয়েই দুই রাজ্যের সীমান্ত দেয়াল তুলে দেয় তামিলনাড়ু।

দেয়ালের উচ্চতা ৫ ফিট। ভেলোর জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, দেয়ালটি সাময়িক। মহামারী কেটে গেলে তুলে ফেলা হবে। যদিও তারা বলছেন, অভিবাসী শ্রমিকদের অনুমোদনবিহীন প্রবেশ ঠেকাতেই এ প্রাচীর।

বিষয়টি রাজ্য সরকারকেও জানানো হয়েছে৷ ‘প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর ভেলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর৷ চিত্তরের সাথে ভেলোরের সীমান্ত রয়েছে৷ লকডাউনের কারণে কোনও যানবাহন বা মানুষকে ওই সীমান্ত দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না৷ তাছাড়া ওখানে আন্তঃ সীমান্ত চেকপোস্ট রয়েছে৷

এমন অবস্থায় দুই রাজ্যের মধ্যে এভাবে দেয়াল তুলে দেয়ায় তাই বিস্মিত অনেকেই।