চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: কুমিল্লায় পরীক্ষা শুরু

আজ সোমবার থেকে কুমিল্লায় করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এ কার্যক্রম শুরু হয়।

প্রতিদিন এই ল্যাবে এক শিফটে ৯৬টি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা যাবে। দ্বিতীয় শিফট চালু হলে ১৯০টি নুমনা পরীক্ষা করা যাবে।

ল্যাবের উদ্বোধন করে সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘এখনো পর্যন্ত কুমিল্লা শহরে কোনো করোনাভাইরাস আক্রান্ত কেউকে পাওয়া যায়নি। যারা বাইরে থেকে এসেছেন লকডাউন হয়ে যাওয়ার কারণে তারা বের হতে পারছেন না। আমি আবারো বলব আপনারা ঘরে থাকুন। দয়া করে ঘরে থাকেন। আপনি বাইরে এসে রোগটাকে ঘরে নিয়ে যাবেন না।’