চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: একদিনে বিশ্বজুড়ে মৃত্যু প্রায় সাড়ে ৭ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে ৭৩৮০ জন মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে করোনায় মৃতের সংখ্যা ১৯৭০ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৮৪১ জন।

এরপরের দেশটি ফ্রান্স। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ১৪১৭ জন। স্পেনে ৭০৪, ইটালিতে ৬০৪ এবং যুক্তরাজ্যে ৭৮৬ জনের মৃত্যু হয়েছে।

মৃতের তালিকায় নতুন যোগ হওয়া সংখ্যাসহ করোনাভাইরাসে মোট মৃত্যু- ইটালিতে ১৭ হাজার ১৮৭ জন, স্পেনে ১৪ হাজার ৪৫ এবং ফ্রান্সে ১০ হাজার ৩২৮ জন।

ওয়াল্ড ও মিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত সারা বিশ্বে প্রায় ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে মারা গেছে প্রায় ৮২ হাজার ৭৪ জন মানুষ। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লক্ষাধিক ব্যক্তি।