চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করতোয়ার পানি বেড়ে গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি

গাইবান্ধায় করতোয়ার পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। সিরাজগঞ্জে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যার পানিতে আটকে পড়েছেন ওই দুই উপজেলার ৪৫ টি গ্রামের কমপক্ষে  ৫০ হাজার মানুষ।

কুড়িগ্রামে পানি নেমে যাওয়ার পরও ঘরে ফিরতে পারেনি ৫০ হাজার মানুষ।

গাইবান্ধায় করতোয়া নদীর পানি বেড়েই চলায় জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। 

নাকাইহাট সড়কের ধর্মপুর বাজার এলাকার ৩০ মিটার রাস্তা ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বালুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত হয়েছে শিবপুর, কোচাশহর ও মহিমাগঞ্জ। ওই এলাকায় দুর্গতদের মাঝে  বিতরণ করা হয়েছে ১৫০ মে. টন চাল ও ৪ লাখ ৩০ হাজার টাকা।

সিরাজগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি। তৈরি হয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। সম্প্রতি খোলা ৬ টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১শ’ ৫২ টি পরিবার।

কুড়িগ্রামে বন্যার পানি একটু কমলেও ঘরে ফিরতে না পেরে এক সপ্তাহের বেশী সময় ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর বাস করছেন অনেক মানুষ।

দীর্ঘ সময় তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে অধিকাংশ আমন ক্ষেত। তবে দ্রুত অবস্থার উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জামালপুরে বন্যা পরবর্তী রোগবালাই মোকাবেলায় ২১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।