চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কমার্স ব্যাংকের ডাকাতির দায় স্বীকার আনসারুল্লাহ বাংলা টিমের

সাভারের আশুলিয়ার কমার্স ব্যাংক ডাকাতির ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জড়িত ছিলো বলে এর দায় স্বীকার করেছে তারা।

মঙ্গলবার ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি.আইজি খন্দকার গোলাম ফারুকে সাংবাদিকদের জানান, মূলত অর্থ সংগ্রহের জন্য আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা সাভার আশুলিয়ার কাঠগড়া বাজারের কমার্স ব্যাংকে ডাকাতি চালায়। গ্রেফতারকৃত অপরাধীদের কাছ থেকে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানান তিনি।

নতুন করে গ্রেফতার হওয়া জসিম উদ্দিন আসাদ সাংবাদিকদের জানান, জঙ্গি তৎপতার অস্ত্র যোগানের জন্য তারা এই ব্যাংকে ডাকাতি চালিয়েছে বলে জানায়।

এর আগে ২১ এপ্রিল সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংক ডাকাতির সময় গুলিতে ব্যাংক দায়িত্বে থাকা ম্যানেজারসহ নিহত হয়। পালানোর সময় এক ডাকাত গণপিটুনিতে মারা যায়। ঘটনায় আহত হয় অন্যন্ত ১২ জন।