চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কন্ডিশনিং ক্যাম্পে নতুন মুখের ছড়াছড়ি

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টের সিরিজ ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। কন্ডিশনিং ক্যাম্পের জন্য দেয়া ৩৫ সদস্যের দলে রয়েছে নতুন মুখের ছড়াছড়ি।

বিশ্রাম চাওয়া ওপেনার তামিম ইকবাল নেই। ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আছেন নিজেকে ঝালিয়ে রাখতে। যদিও লম্বা সময় টাইগারদের কোনো ওয়ানডে সিরিজ নেই। তবে আসছে বিপিএলের জন্য প্রস্তুতি কাজে দেবে ম্যাশের।

নতুনদের মধ্যে আছেন বাঁহাতি পেসার শফিকুল ইসলাম, ব্যাটসম্যান আমিনুল ইসলাম, ওপেনার সাইফ হাসান, নাঈম শেখের মতো তরুণরা।

কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে সোমবার সকালে। প্রথম চারদিন হবে ফিটনেস নিয়ে কাজ। কেবল জিম ও রানিং সেশনই থাকবে তাতে।

কন্ডিশনিং ক্যাম্পের দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার, সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, মাশরাফী বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাঈম শেখ, নাঈম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান, আমিনুল ইসলাম।