চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কতটা ভয়ঙ্কর করোনার নতুন ধরন ‘এক্সই’?

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ‘এক্সই’ এর সন্ধান পাওয়ার কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ধরনটি করোনার যেকোনও স্ট্রেইনের তুলনায় বেশি সংক্রামক হতে পারে।

এনডিটিভি জানায়, ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত যুক্তরাজ্যের গবেষকরা বলেছেন, গত ১৯ জানুয়ারি ব্রিটেনে প্রথম এই ভাইরাসটি চিহ্নিত হয়। এখন পর্যন্ত ৬৩৭ জনের শরীরে ‘এক্সই’ ধরন শনাক্ত হয়েছে।সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও নতুন ধরনটির মারণ ক্ষমতা কম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরনটি ওমিক্রনের বিএ.২ উপধরনের তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক।

তবে ইতিমধ্যে ওমিক্রনের উপধরন বিএ.২ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যানে প্রকাশিত তথ্য অনুযায়ী ২৬ জানুয়ারি পর্যন্ত দেশটির  ৪৯ লাখ মানুষের শরীরে এর উপস্থিতি পাওয়া যায় যা আগের সপ্তাহের তুলনায় ৬ লাখেরও বেশি।

যুক্তরাষ্ট্র এবং চীনে ও করোনার উপ ধরন বিএ.২ এর সংক্রমণ বেড়েছে। চীন মার্চে ১ লাখের ও বেশি আক্রান্ত শনাক্তের খবর প্রকাশ করেছে যার বেশির ভাগই সাংহাই এবং জিলিন প্রদেশে।