চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কঠোর নিরাপত্তায় শুরু হলো এইচএসসি পরীক্ষা

লটারির মাধ্যমে প্রশ্নপত্র নির্ধারণসহ বেশ কিছু পরিবর্তন এনে আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস রোধে অতীতের যেকোন সময়ের চেয়ে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি’র তত্ত্বীয় পরীক্ষা ২ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে আগামী ১৩ মে। আর ১৪ মে থেকে ২৩ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লক্ষ ২৭ হাজার ৭৭১ জন। এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ায় এবার প্রশ্নপত্রের নিরাপত্তায় আরো কার্যকর ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়।