চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কক্সবাজার বিমানবন্দরের কাজ শেষ হবে ২০২৩ সালের জুনে

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মানের উন্নয়নের প্রথম পর্যায়ের কাজ ২০২৩ সালের জুন মাসে শেষ হবে বলে জানিয়েছে সংসদীয় কমিটি।

জাতীয় সংসদ অনুমতি হিসাব কমিটির সভাপতি আবদুস শহীদ বলেন, আন্তর্জাতিক মানের উন্নয়ন হলে কক্সবাজারে দৃশ্য বদলে যাবে।

শুক্রবার সকালে জাতীয় সংসদ অনুমতি হিসাব কমিটির সভাপতি আবদুস শহীদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে যান। তিনি আন্তর্জাতিক মানের উন্নয়নের প্রথম পর্যায়ের তৃতীয় দফার কাজ পরিদর্শন করেন। নির্মিত টার্মিনাল ভবনসহ অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন তিনি। কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। পরির্দশন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এসময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মর্শাল মো. মফিদুর রহমান জানান, ফেব্রুয়ারি মাসের পর থেকে কক্সবাজার বিমানবন্দরে দিবারাত্রি বিমান চলাচল শুরু হবে।

এসময় কমিটির অন্যান্য সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।