চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কক্সবাজার কারাগারে আশিক, রিমান্ড শুনানি আগামীকাল

কক্সবাজার সংঘবদ্ধ নারী ধর্ষণের প্রধান অভিযুক্ত আশিকুর রহমানকে (আশিক) রোববার রাতে কক্সবাজার আনা হয়েছে।

বর্তমানে আশিক কক্সবাজার কারাগারে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। ৪ জানুয়ারি মঙ্গলবার ওই আবেদনের শুনানি হবে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিষ্ট পুলিশের এস আই রুহুল আমিন বলেন, আশিককে গ্রেপ্তারের পর র‌্যাব ৫৪ ধারায় ঢাকা মেট্রোপলিট্টন আদালতে সোপার্দ করে। আমরা তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার পাঠাতে কক্সবাজার সদর আদালতে আবেদন করি। এরই প্রেক্ষিতে রোববার রাতে কক্সবাজার আনা হয় আশিককে। সোমবার তার ৭ দিনের রিমান্ডের আবেদন করি।

ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, সদর আদালতের বিচারক আবুল মনসুর সিদ্দীকি আবেদনটি আমলে নিয়ে এর শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য্য করেছে।

২২ ডিসেম্বর রাতে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোষ্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই নারীর স্বামী ৪ জনের নাম ও তিনজনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।